1/ 6


▪ অসমের হার্টথ্রব জুবিন গার্গ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ একটি অনুষ্ঠান মঞ্চেই স্টেজে লুটিয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়৷
2/ 6


▪ বলিউডের অসংখ্য গান গেয়েছেন তিনি৷ গায়ক হিসেবে গোটা দেশে যথেষ্ট জনপ্রিয় তিনি৷ তাঁর এই অবস্থায় চিন্তায় পড়ে যান ভক্তকূল৷
3/ 6


▪ এতটাই বাড়াবাড়ি হয় যে তাঁকে সোজা ICU-তে ভর্তি করতে হয়৷ নিমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷
4/ 6


▪ হাসপাতাল সূত্র জানান গিয়েছে যে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন৷ তাঁকে ICU থেকে তাকে জেনারেল বেডে সরানো হবে তাড়াতাড়ি৷
5/ 6


▪ তাঁর জিভে কয়েকটা সেলাই পড়েছে বলে জানা গিয়েছে৷ কারণ যখন তিনি পড়ে গিয়েছিলেন, তখন তাঁর দাঁতে জিভ কেটে গিয়েছিল৷ তাঁর গলা ও ঘাড়েও চোট লেগেছে বলে জানা গিয়েছে৷