

• তারকা মানেই তাঁর সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে সাফল্য, খ্যাতি, জনপ্রিয়তা, ফ্যানদের ভালবাসা, লাক্সারি লাইফস্টাইল...৷ আবার পাশাপাশি রয়েছে বিতর্ক, সমালোচনা, খ্যাতির বিড়ম্বনাও ৷ এবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠল শিল্পা শেট্টিকে নিয়ে ৷


• কিছুদিন আগের কথা ৷ চাপা জামা পড়ায় নেটদুনিয়ায় ট্রোলড হতে হয়েছিল পরিণীতি চোপড়াকে ৷ নিপলস স্পষ্ট বোঝা যাওয়ায় নানা তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছিল তাঁকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷


• এবার পালা শিল্পার ৷ জামার ভিতরে প্যান্ট না পরায় ট্রোলড হতে হল তাঁকে ৷ যে ছবিটি নিয়ে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া, সেই ছবিটি অবশ্য বেশ পুরনো ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷


• ২০১৭-র ৭ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম পেজে ছবিটি আপলোড করেছিলেন বলি-ডিভা শিল্পা ৷ হঠাৎই পুরনো সেই ছবি ঘিরেই শুরু হয়েছে যত তর্ক-বিতর্ক ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷


• ছবিটিতে দেখা যাচ্ছে, কালো প্রিন্টেড মিডি ড্রেস পরেছেন নায়িকা ৷ হাই থাই স্লিট সেই ড্রেস পরে ছেলে ভিভানের হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছেন তিনি ৷ পাশ থেকে তোলা ছবিটায় তাঁর পায়ের অনেকটা অংশই অনাবৃত দেখা যাচ্ছে ৷ যদিও প্যান্টের অংশ দেখা যাচ্ছে না ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷