

বিগ বস ১৩ থেকেই সবার চর্চায় রয়েছে পঞ্জাবি গায়িকা তথা অভিনেত্রী শাহনাজ গিল ৷ সুন্দরী ও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় শাহনাজের প্রতিটি পোস্টই দর্শকদের মন ছুঁয়ে যায় ৷ বিগ বস ১৩ থেকেই লাগাতার সবারই চর্চায় তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


সম্প্রতি শাহনাজ গিল ইনস্টাগ্রাম লাইভ থেকে ভক্তদের সঙ্গে নানান ধরনের কথোপকথনে ব্যস্ত থাকেন ৷ ভক্তরা তাঁকে বেশ কিছু প্রশ্ন করেছেন যার উত্তর দিয়েছেন শাহনাজ, তিনিও ভক্তদের প্রশ্ন করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


ভক্তরা তাঁকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করতেই শাহনাজের উত্তর তিনি এখনও বিয়ের জন্য যোগ্য নন, তাঁর বিয়ের বয়স হয়নি এখনও ৷ যদি লড়তে হত সংগ্রাম করতে হত তাহলে এতদিনে বিয়ে হয়ে যেত আর বাচ্চাও ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


ভবিষ্যতেও তাঁকে সংঘর্ষ করতে হবে ৷ বিয়ের মন করলে করে ফেলব ৷ বিগ বসে অংশগ্রহণের পরে বেশ কিছু নতুন কাজ পেয়েছিলেন শাহনাজ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


নিজের শারীরিক পরিবর্তনের বিষয়ে বলতে গিয়ে শাহনাজ জানিয়েছেন আগে শরীরে অনেক মেদ ছিল, কিন্তু এখন তা ঝরে গিয়েছে অনেকই ৷ আর যাতে শরীরে ফ্যাট না ফিরে আসে সেই বিষয়ে তিনি খেয়াল রাখবেন ৷ কেননা শরীর অতিরিক্ত পরিমাণে বারী হলে আর কাজ পাওয়া যাবেনা বলেই তাঁর মত ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


শাহনাজ বেশ কিছু সুপারহিট মিউজিক ভিডিও-তে অভিনয় করেছেন ৷ সিদ্ধার্থ শুক্লার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে শাহনাজকে ফুটে উঠেছে তাঁদের সম্পর্কের রসায়নও দিব্যি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


সিদ্ধার্থ শুক্লা ও শাহনাজ গিল একই সঙ্গে একটি মিউজিক ভিডিও-তে অভিনয় করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷