শাহরুখ খান , কিম্বা কিং খান যে নামেই ডাকুন না কেন তিনি তিনিই ৷ সেই নব্বই দশক থেকে আপামোড় মহিলার হৃদয়ে দোলা দেন তিনি ৷ এবার তিনি বললেন তিনি একসঙ্গে দু‘জন মহিলাকে মিস করছেন ৷ Photo- AP
2/ 6
শাহরুখ নিউইয়র্কে থাকলেও এই মুহূর্তে আর সেখানে থাকতে পারছেন না ৷ আর সেই ছেড়ে আসার সময় তিনি লিখেছেন তিনি মিস করবেন দুই মহিলাকে ৷ Photo Courtesy - Instagram
3/ 6
শাহরুখ খানের মেয়ে সুহানা ইন্টারনেট সেনসেশন হলেও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট ৷ আবার আব্রাহামও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কচ্চিৎ কদাচিৎ পোস্ট শেয়ার করেন ৷ কিন্তু শাহরুখ নিজের ছেলে মেয়েদের ছবি নিয়মিত পোস্ট করেন ৷ Photo Courtesy - Instagram
4/ 6
আব্রাহামকে নিয়ে বেশ আলোচনা হলেও সবচেয়ে হট সুহানা ৷ গৌরীর লাস্যের পুরোটা তো পেয়েছেনই সুহানা ৷বরং তিনি আরও ছাপিয়েই গেছেন ৷ Photo Courtesy - Instagram
5/ 6
পুত্র-কন্যা- স্ত্রী প্রাণ শাহরুখের এই অবস্থায় কাদের জন্য শাহরুখ লিখলেন মিস করবেন দুই মহিলাকে ৷ Photo Courtesy - Instagram
6/ 6
আসলে স্ত্রী -কন্যার সঙ্গেই নিউইয়র্কে গিয়েছিলেন শাহরুখ খান ৷ নিজের পরিবারকে ভীষণ ভালোবাসেন শাহরুখ ৷ তাই যখনই তাঁদের বিদায় জানাতে হয় তখনই মন বেদনায় ভরে যায় কিং খানের ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তাই এই পোস্ট ৷ Photo Courtesy - Instagram