♦ বলি টাউনের রাজকুমারী তিনি ৷ দিন দিন যতই বড় হয়ে উঠেছেন ততই ক্যামেরার নজর তাঁর দিকে ঘুরেছে ৷ তিনি বলিপাড়ার সেনসেশন হয়ে উঠছেন ধীরে ধীরে ৷ এক্কেবারে ঠিক ধরেছেন এখানে শাহরুখ-কন্যা সুহানা খানের কথা হচ্ছে ৷
2/ 6
♦ এ বার নাকি তিনি বলিউডে আসার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন ৷ স্কুলের থিয়েটারে তিনি জুলিয়েটের ভূমিকায় অভিনয়ও করেছিলেন ৷
3/ 6
♦ এ বার সুহানা নিজের সম্পর্কে একটি বিস্ফোরক তথ্য জানালেন ৷ কী সেই তথ্য ? আসলে ইনস্টাগ্রামে তাঁর ফ্যান এবং বন্ধুদের সঙ্গে চ্যাট করছিলেন সুহানা ৷
4/ 6
♦ আর সেখানে একজন তাঁকে জিজ্ঞাসা করেন যে, কোন অভিনেতার সঙ্গে তিনি ডেট করতে চান ?
5/ 6
♦ কালবিলম্ব না করে সুহানা জবাব দেন যে, তিনি সাউথ কোরিয়ান পপ সিঙ্গার, অভিনেতা, গীতিকার এবং মডেল কিম জুন-মিয়নের সঙ্গে ডেট করতে চান তিনি ৷
6/ 6
♦ যিনি মঞ্চে সুহো নামে পরিচিত ৷ এখানেই শেষ নয় ৷ যে সমস্ত ভক্তরা সুহোকে চেনেন না, তাঁদের জন্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে সুহানা বলেন, ‘ইনিই সে’৷