শাহরুখ খানের প্রিয় কন্যা সুহানা খান সব সময়েই শিরোনামে থাকেন৷। সুহানা এখনও ইন্ডাস্ট্রিতে পা রাখেনি, তবে সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও সুপারস্টারের চেয়ে কম নন, তাঁর অনেক ফ্যান ক্লাবও রয়েছে৷ এই কারণেই সুহানার কোনও ছবি ইন্টারনেটে এলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ফের একটি ছবির কারণে সুহানা শিরোনাম ছিনিয়ে নিয়েছেন৷ তবে এ বার কোনও হট ছবির জন্য নয় বা বয়ফ্রেন্ডের সঙ্গে ছবির জন্যেও নয়৷ একেবারে অন্য অবতারে দেখা যাচ্ছে শাহরুখ কন্যাকে৷ (Photo Credit- @suhanakhan2/Instagram)
ছবির ক্যাপশনে সুহানা জানিয়েছেন ঠিক কী কারণে তাঁর এই অবস্থা৷ সুহানা খান নিজের ছবিতে লিখেছেন, ‘যদি আপনি আমাকে কাঁদতে না দেখে থাকেন তাহলে আপনি কিছু ভাবার আগেই আমি বলে দিই- quarantine filming৷ এতে তিনি কিছু ইমোজি ব্যবহার করেছেন৷ আসলে এটি একটি শর্ট ফিল্মের শ্যুটিংয়ের সময়ের ছবি৷ (Photo Credit- @suhanakhan2/Instagram)