শাহরুখ কন্যা সুহানা বলিউডে এখনও পা রাখেননি তাতেই গোটা দেশে একেবারে হিল্লোল তুলে দিয়েছেন { মোহনময়ী রূপের জাদুতে বেঁধে ফেলেছেন তরুণ প্রজন্মকে ৷ Photo- Instagram
2/ 7
সুহানা খান ইতিমধ্যেই ইনস্টাগ্রামের হট সেলেবদের মধ্যে পড়েন ৷ নিজের অফিসিয়াল হ্যান্ডেল আছে কিনা তা নিয়ে জল্পনা থাকলেও ৷ তার ছবি পেতে বা দেখতে ফ্যানদের কোনও অসুবিধা হয় না ৷ Photo- Instagram
3/ 7
ভোগ ম্যাগজিনের কভারে জায়গা করে নিয়েছেন সুহানা ৷ দুনিয়ার কাছে বার্তা পৌঁছে দিয়েছেন তন্বী ৷ Photo- Instagram
4/ 7
সুহানা খান ইতিমধ্যেই কলেজের নাটক রোমিও জুলিয়েটে অভিনয় করেছেন ৷ বাবা শাহরুখ যাতে অভিভূত হয়েছেন ৷ Photo- Instagram
5/ 7
দিন কয়েক থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি শর্ট ফিলমে অভিনয়ের ছবিও ভাইরাল হয়েছে ৷ ধীরেধীরে বাদশা কন্যা পা রাখছেন যে বলিউডের দিকে তার ইঙ্গিত আগেই পাওয়া গেছে ২০১৮ তে ৷ Photo- Instagram
6/ 7
২০১৯ সুহনারা জন্য বড় বছর ৷ তাই তাঁর বাবা তাঁকে বিশেষ টিপস দিয়েছেন ৷ যাতে পেশাদার জগতে পা রেখে ঘেঁটে না যান ৷ তাই ডেটিংয়েই সাবধান করে দিয়েছেন তিনি ৷ বাদশার মেয়েকে দেওয়া টিপস জানলে অবাক হয়ে যাবেন ৷ Photo- Instagram
7/ 7
তিনি বলে দিয়েছেন আর যার সঙ্গেই যা করুন সুহানা, তাঁর মতো ছেলের সঙ্গে যেন ভুলেও না ডেটিং করেন তিনি ৷ তাহলে নিজের চরিত্র নিয়ে কী সার্টিফিকেট দিচ্ছেন কিং খান ৷ যাই হক এখন বাবার টিপস কতটা মানেন সুহানা সেটাই দেখার ৷ Photo- Instagram