

ঝুমা চুমা দে দে বলে ডাকাডাকির দিন এখন অতীত৷ এখন ঝ টপট ধরো আর পটাপট চুমু খাও-র দিন৷ তবে সারাদের অনেক আগেই সিনিয়রদের হাত ধরে বলিউডে এই ট্রেন্ড শুরু হয়েছে৷ বরুণ ধাওয়ানের সঙ্গে জলকেলিতে মত্ত সারা আলি খান সঙ্গে গভীর চুমু৷ স্বাভাবিকভাবেই কুলি নম্বর ওয়ান ছবি রিলিজের আগেই এই সিন ভাইরাল হয়েছে৷ Photo- Collected


তবে মেয়ের এই ছবির আগে তার বাবা সইফ আলি খানও এই কাজে নিজের পটুত্ব দেখিয়েছিলেন৷ আমিশা পটেলের সঙ্গে খুবই হট সিনে সাবলীল অভিনয় করেছিলেন সইফ৷ Photo- Collected


ইমরান হাশমি ও আমায়রা দস্তুরের সিনেমা মিস্টার এক্স সিনেমা কবে রিলিজ করেছিল আর কবে চলে গেছে তা কেউ জানে না৷ কিন্তু এই সিনেমায় কিসিং সিন নিয়ে আলোচনা কম হয়নি ৷ জলের নিচে একটি জমজমাট চুমুর দৃশ্য রয়েছে৷ Photo- Collected


সইফ আলি খান কিছুদিন আগেও একটি জমজমাট অনস্ক্রিন চুমু খেয়েছেন৷ কলাকাণ্ডি নামের একটি ডার্ক কমেডিতে ইশা তলওয়ারের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি৷ Photo- Collected


আদিত্য রয় কাপুর আর শ্রদ্ধা কাপুরের ফ্লপ ছবি ওকে জানুতে একটি জমজমাট চুম্বন দৃশ্য ছিল৷ এই ছবিতেও আন্ডার ওয়াটার কিসিং সিন ছিল৷ Photo- Collected


বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছবি রবতা তে জলের নিচে চুমু খেয়েছিলেন৷ সেই ছবিতে কৃতি শ্যানন জলের নিচে চুমু খেয়েছিলেন৷ সেই সিনটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল৷ Photo- Collected