

বলিউডের (Bollywood) তাবড় সুন্দরীদের টক্কর দিতে পারেন দক্ষিণী এই অভিনেত্রী৷ তাঁর নাম রাই লক্ষ্মী (Raai Laxmi)৷ তবে তাঁর নাম আপামোড় ভারতের সকলের ঘরে ঘরে পৌঁছে যায় তা একটি জবরদস্ত গসিপের (gossip) সৌজন্যে৷ এক ক্রিকেটারের সঙ্গে মাখোমাখো সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর ৷ তিনি যে কেউ নন, একেবারে তদানীন্তন ভারত অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)৷ Instagram/ Raai laxmi


এক সাক্ষাৎকারে সাহসিকতার সঙ্গেই তাঁর সঙ্গে ধোনির সম্পর্কের বিষয়টি স্বীকার করেছিলেন রাই৷ Instagram/ Raai laxmi


ধোনির সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ তাঁর কেরিয়ারে এর জন্য কোনও পার্থক্য হয়নি, কিন্তু তিনি এই কথা জানিয়েছেন যে এই সম্পর্ক তাঁর সঙ্গে চিরকালের জন্য জুড়ে গেছে৷ Instagram/ Raai laxmi


জুলি ২ ছবিতে আগুন লাগিয়ে নিজের গা থেকে শুধুমাত্র দক্ষিণী অভিনেত্রীর তকমা ঝেড়ে ফেলেন৷ এখন তিনি নিজের অতীত ভুলে অনেক এগিয়ে গেছেন৷ তাঁর কাছে প্রচুর ফিল্মের অফার রয়েছে৷ Instagram/ Raai laxmi