

বলিউড (Bollywood) অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) পায়ে পায়ে ৩৫৷ কিন্তু রূপের ডালি যত বয়স বাড়ছে ততই যেন উপচে পড়ছে রণবীর সিংয়ের ঘরণীর৷ জন্মদিনের ঠিক আগে বলিউডের হট দম্পতি রণথম্ভোরে ছুটি কাটিয়ে আসেন৷ ফিরে আসার পরেই জন্মদিনও সেলিব্রেট হল দীপিকার৷ দীপিকার বার্থডে পার্টিতে বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা পৌঁছোন সেজেগুজে৷ দীপিকার জন্মদিনে আসেন তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর(Ranbir Kapoor) ৷ রণবীরের সঙ্গে স্বাভাবিকভাবেই ছিলেন তাঁর হবু বউ আলিয়া ভাট (Alia Bhatt) ৷ এছাড়া করণ জোহর (Karan Johar), অনন্যা পাণ্ডে (Ananya Panday)-র মতো তারকারও৷ (Photo Credit- Viral Bhayani)


দীপিকার জন্মদিনে আলিয়া ভাট পরেছিলেন কালো রঙের দারুণ এক আউটফিট৷ তন্বী সুন্দরী আলিয়ার রূপ যৌবন উপচে যাচ্ছিল পোশাক দিয়ে৷ (Photo Credit- Viral Bhayani)


আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরও হাজির ছিলেন এই মেগা বার্থডে সেলিব্রেশনে৷ রণবীরের পরণে ছিল সাদা শার্ট ও ব্ল্যাক ট্রাউজার্স৷ তাঁর সঙ্গে শাহিন ভাটও ছিলেন৷ (Photo Credit- Viral Bhayani)


দীপিকা-র পার্টিতে অনন্যা পাণ্ডে সাদা খোলামেলা স্টাইলিশ পোশাকে হাজির হন৷ (Photo Credit- Viral Bhayani)


দীপিকা ও রণবীরের বিশেষ ভালো বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও ব্ল্যাক আউটফিট পরে এসেছিলেন৷ (Photo Credit- Viral Bhayani)