সূত্রের খবর যে আদিত্য নিজের পরিবার নিয়ে একা থাকতে চাইছিলেন৷ তাই পুরনো বাড়ির পাশেই নিজেদের বাংলো কিনেছেন তিনি ও রানি৷ মূলত তাদের সন্তার আদিরাকে বড় করে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ একেবারে সাধারণ ভাবে নিজেদের সন্তানকে মানুষ করতে চান রানি ও আদিত্য৷ তারা চান না কোনওভাবে সেলেব স্টেটাসে বড় হোক আদিরা৷ Photo Collected