আজই রণথম্ভোরে রণবীর-আলিয়ার বাগদান! ইতিমধ্যেই পৌঁছেছেন একাধিক সেলিব্রিটি
২০২০-র শুরুতে খবর ছিল যে এ বছরেই তাঁরা সাত পাকের বাঁধনে আবদ্ধ হবেন৷ কিন্তু বছরের শেষ অবধি সেটা হয়নি৷ কিন্তু এই বছরের একদম শেষলগ্নে একটা বড় কিছু হতে চলেছে বলে জোর গসিপ (Bollywood Gossip)।


রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) -র বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জোর আলোচনা চলছে৷ ২০২০-র শুরুতে খবর ছিল যে এ বছরেই তাঁরা সাত পাকের বাঁধনে আবদ্ধ হবেন৷ কিন্তু বছরের শেষ অবধি সেটা হয়নি৷ কিন্তু এই বছরের একদম শেষলগ্নে একটা বড় কিছু হতে চলেছে বলে জোর গসিপ (Bollywood Gossip)। গুঞ্জন এই ়যে আজই রণবীর ও আলিয়া নিজেদের সম্পর্ককে একটা নতুন নাম দিতে চলেছেন৷ আজ তাঁদের বাগদান অনুষ্ঠান! Photo Courtesy- @filmydotcom/Instagram


মুম্বই এয়ারপোর্টে নীতু কাপুরের সঙ্গে ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ এর কয়েক ঘণ্টা পরেই পিঙ্ক সিটি-র উদ্দেশ্যে পাড়ি জমান রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও৷ এদিকে সেখানেই এখন রয়েছেন ব্রহ্মাস্ত্রের পরিচালক অয়ন মুখোপাধ্যায়৷


বলিউড হাঙ্গামা-র খবর অনুযায়ি আলিয়া ভাটের বাবা মহেশ ভাট আর রণবীর কাপুরের বোন ঋধিমা কাপুর সাহনি ও তাঁর স্বামী ভারত সাহনি ও তাঁদের মেয়ে সমারা এবং আদর জৈন রণথম্ভোরে রয়েছেন৷ Photo Courtesy-Viral Viyani


রিপোর্ট অনুযায়ি সমস্ত মানুষ রণথম্ভোরের অমন হোটেলে উঠেছেন৷ প্রথমে মনে হচ্ছিল সকলে একসঙ্গে নিউইয়ার সেলিব্রেশনের জন্য এক জায়গায় জমায়েত হয়েছেন৷ কিন্তু আলিয়া ও রণবীরের সমস্ত নিকট জনরা থাকায় ইশারা অন্যদিকে হচ্ছে৷ সম্ভবত আজই দুজনের সাগাই -অর্থাৎ বাগদান৷ Photo Courtesy-Viral Viyani


আলিয়া ভাট ও রণবীর কাপুর একে অপরের সঙ্গে ২ বছর ধরে ডেট করছেন৷ কিন্তু কিছুদিন আগেই আলিয়া জানিয়েছিলেন তিনি এখন বিয়ে করছেন না কারণ তাঁর বয়স খুবই কম৷ এদিকে রণবীর সদ্য সদ্যই নিজের ও আলিয়ার বিয়ে নিয়ে জানিয়েছিলেন যে মহামারি না হলে এতদিনে বিয়ে হয়ে যেত৷