

১• আগামী ২ ডিসেম্বর জোধপুরের উমেদ ভবনে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা ও নিক ৷ তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে ৷


২• নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি বিয়ে কেমনভাবে হতে চলেছে ? সেই নিয়েই কল্পনায় মশগুল নিক-প্রিয়াঙ্কার ভক্তরা ৷


৩• জানেন কি জীবনসঙ্গী হিসেবে পরস্পরকে প্রাপ্তির পাশাপাশি বিয়ে থেকে মোটা অঙ্কের টাকাও আয় হচ্ছে এই তারকা-যুগলের।


৪• জোধপুরের মেহরনগড় দুর্গে ভারতীয় ঐতিহ্য ও সনাতন রীতিনীতি মেনেই সাতপাঁকে বাঁধা পড়বেন তাঁরা। বিয়ের ছবির স্বত্ব এক মাস আগেই কিনে নিয়েছে একটি জনপ্রিয় ম্যাগাজিন। আর এর বদলে নিক-প্রিয়াঙ্কাকে একটা বিরাট অঙ্কের টাকা দিয়েছে ওই ম্যাগাজিন সংস্থা ৷


৫• সূত্র বলছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি কিনতে ম্যাগাজিনটিকে দিতে হয়েছে আড়াই মিলিয়ন মার্কিন ডলার, টাকায় রূপান্তর করলে যা দাঁড়ায় প্রায় ১৯ কোটি।


৬• ১৯ কোটি টাকার বিনিময়ে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের ছবিগুলো ওই ম্যাগাজিনটিতে ছাপানো হবে। গত জুলাই সংস্করণে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের ছবি ছাপিয়েছে জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগ (ভারত সংস্করণ)। তাঁদের বিয়ের ছবির জন্য ম্যাগাজিনটি প্রচুর সাড়া পায়। একইভাবে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবিও ছাপা হবে ম্যাগাজিনে।