

বেবি ডল-নামেই পরিচিত এই অভিনেত্রী৷ না এখনকার বেবি ডল সানি লিওনির কথা বলছি না৷ বেবি ডল (Baby Doll) মিউজিক অ্যালবামে যিনি ধুম মাচিয়েছিলেন সেই দীপল শ-র (Deepal Shaw)আজ জন্মদিন (Happy Birthday) ৷ বলিউডে বোল্ড আন্দাজে গায়িকা-নায়িকা ফর্ম্যাটে এসে ২০০০-র দশকে একেবারে আসমুদ্র হিমাচল মাতিয়েছিলেন৷ Photo- File


হিমাচল প্রদেশে জন্মেছিলেন ১৯৮৬ -র ২১ ফেব্রুয়ারি৷ ২০০৪ সালে তিনি মিস ইন্ডিয়া প্যাজেন্টে অংশ নিয়েছিলেন৷ মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে সাইকোলজিতে বিএ পাস করেছিলেন৷ কলেজ থেকেই তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত৷ এরপর তিনি মিস ইন্ডিয়ার ফাইনাল রাউন্ডে পৌঁছন৷ ছোট বেলা থেকেই তাঁকে গানে উৎসাহ দিয়েছিলেন তাঁর বাবা-মা৷ Photo- File


বেবি ডল মিউজিক অ্যালবামে পুরনো সুপারহিট বলিউডের গান কভি আর কভি পারে তাঁর হট বোল্ড লুক দেখে চমকে গিয়েছিলেন লোকজন৷ এরপর থেকে তাঁকে বেবি ডল নামেই লোকে চেনে৷ Photo- File


দীপল বেশি কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন৷ তিনি এ ওয়েডনেস ডে-তে রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ এছাড়া কলিযুগ, সাহেব বিবি অউর গ্যাংস্টার ছবিতেও অভিনয় করেছেন৷ Photo- File


১৬ বছর থেকে মডেলিং করার পর তিনি ফিল্মে ভাগ্য পরীক্ষা করেন৷ সেখানে সেরকম সাফল্য না পেলেও আজও তিনি মডেলিং করেন এবং বিজ্ঞাপনের কাজও করেন৷ Photo- File


২০০৬ সালে দীপল মুম্বইয়ের সংস্থা AVITOKO-র সঙ্গে যুক্ত হন৷ যাঁরা সমাজের পিছিয়ে থাকা অংশের শিশু ও বন্দীদের ভালো ও সুস্থ জীবনের জন্য কাজ করে৷ এইসময় দীপল মুম্বইয়ে বায়কুলা সংশোধনাগারে গিয়েছিলেন৷ সেসময় তিনি সংশোধনাগারের অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন৷ জানিয়েছিলেন সেটা অনেকটা হস্টেলের মতো৷ যা দেখে শান্তি হয়েছিল তাঁর ৷ সেখানের কয়েদিরা তাঁর সঙ্গে ভালো করে কথাবার্তাও বলেছিলেন৷ Photo- File