

বলিউডের বহু প্রতীক্ষিত বরুণ-নতাশার বিয়ে ৷ ছোটবেলর প্রেমকে বিয়েতে পরিণত করতে চলেচেন বরুণ ৷ করোনা সংক্রমণের কারণেই অতিথিদের তালিকায় বেশ কাটছাঁট করা হয়েছে ৷ তাই এখন বলিউডে কান পাতলেই শুনতে পাওয়া যাবে একটাই আওয়াজ মিশন আলিবাগ ৷


তবে এখানেই শেষ নয় মোট সাতটি সুপারহিট জুটির বিয়ে কাঁপিয়েছে বলিউড ৷ যেমন প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন নিক জোনাসকে ৷ বিয়ে করে পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায় ৷ এখানেও জয় হয়েছে প্রেমেরই ৷


বলিউডের অন্যতম মোস্ট হ্যাপেনিং কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷ ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷ তাঁদের বিয়ের আসর বসেছিল ইউরোপে, সাক্ষী আছে লেক কোমো আজও ৷


২০১২ সালে সারা দেশ সাক্ষী ছিল কাপুর পরিবারের সন্তান করিনা কাপুর বিয়ে করেছিলেন সইফ আলি খানকে ৷ নবাব বাড়িতে নিজের পরবর্তী ঠিকানা প্রতিষ্ঠিত করেন বেবো ৷


অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরও নিজের ভালবাসাকে পূর্ণতা দিয়েই বিয়ে করেছিলেন তাঁদের বিয়ের আসরও ছিল এক্কেবারে চোখে পড়ার মতই ৷ আনন্দ আহুজাকে বিয়ে করেছেন সোনম কাপুর ৷


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ইতালিতে বিয়ে করেছিলেন বান্ধবী অনুষ্কা শর্মাকে ৷ বর্তমানে বিরাট-অনুষ্কা একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা ৷ তাঁদের হাইপ্রোপাইল বিয়েও চিরকালই মনে রাখার মত ৷