#MeToo নিয়ে বেস কয়েক মাস ধরে বলিউড তোলপাড় হচ্ছে ৷ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ বলিউডের তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত কাজ করেছেন এমন দু‘জনের বিরুদ্ধেও উঠেছিল এই মারাত্মক অভিযোগ ৷ একজন অলোকনাথ আরেকজন সৌমিক সেন ৷
2/ 6
অলোকনাথের সঙ্গে হাম আপকে হ্যায় কৌন -এ অভিনয় করেছিলেন মাধুরী ৷
3/ 6
মাধুরী দীক্ষিত সৌমিক সেনের ছবি গুলাব গ্যাং -এ অভিনয় করেছিলেন ৷
4/ 6
আশির দশকের শেষ থেকে শুরু করে গোটা নব্বইয়ের দশক নিজের ম্যাজিকে ফ্যানদের মোহিত করে রেখেছিলেন মাধুরী ৷ কিন্ত এই ধরণের মুভমেন্ট নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি ৷ তাঁর সহকর্মীদের নাম উঠলেও তিনি মুখে কুলুপ রেখেছিলেন ৷
5/ 6
এতদিনের নীরবতা ভেঙে এবার তিনি জানালেন , ‘‘এরকম কিছু একটা জানলে শকিং লাগে , আপনি তাঁদের যা জানতেন এবং আপনি যা পড়ছেম দু‘টো একদম আলাদা ৷ এটা মারাত্মক শকিং ৷ ’’
6/ 6
এই মুহূর্তে মাধুরীর পরব্রতী রিলিজ Total Dhamaal এবং পরের বড় ছবি Kalank ৷