

মনসা বারাণসী তেলেঙ্গনার ইঞ্জিনিয়ার VLCC Femina Miss India 2020-র বিজয়িনী ঘোষিত হলেন৷ হরিয়ানার মনিতা শিখন্ড হলেন মিস গ্র্যান্ড ইন্ডিয়া হলেন আর সব লাইমলাইট ছিনি নিলেন মান্য সিং যিনি সৌন্দর্য্য প্রতিযোগিতায় রানার্স আপ হলেন৷ Photo Courtesy- Instagram


উত্তরপ্রদেশে তাঁর বাবা রিকশা চালকের কাজ করতেন৷ অসংখ্য বিনিদ্র রজনী এবং অপরিসীম পরিশ্রমের ফসল একেবার হাতেনাতে পেলেন মান্য৷ এই সাফল্যের পথে হাঁটতে কী অপরিসীম লড়াই তাঁকে করতে হয়েছে তা নিজেই জানিয়েছেন মান্য৷ মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সেই লড়াইয়ের গল্প বলে আরও মেয়েদের মধ্যে লড়াইয়ের রসদ দিলেন তিনি৷ Photo Courtesy- Instagram


নিজের স্বপ্নপূরণের জন্য তিনি রক্ত, জল, চোখের জলে যে লড়াই লড়েছিলেন সেই দিয়েই এদিনের স্বপ্নপূরণ ,জানিয়েছেন তন্বী মান্য৷ কুশিনগরে জন্মেছিলেন৷ অসম্ভব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁর বেড়ে ওঠা৷ কোনও সারা দিন না খেয়ে থাকা, কখনও টাকা বাঁচাতে মাইলের পর মাইল হাঁটা-এগুলি নিয়েই বড় হওয়ার লড়াই লড়েছেন তিনি৷


তিনি বই খাতা ও জামাকাপড় চাইতেন, কিন্তু ভাগ্য তাঁর সঙ্গে থাকছিল না কিছুতেই৷ তাঁর পরীক্ষার পয়সা দেওয়ার জন্য তিনি নিজের সামণ্যতম গয়না যা ছিল তাও বন্ধক রাখতে হয়েছিল৷ তিনি বিশ্বাস করতেন যে শিক্ষাই লড়াই করার জন্য সবচেয়ে বড় অস্ত্র৷ এই অস্ত্র সবসময়ের জন্যে সঙ্গে থাকে৷ Photo Courtesy- Instagram


নিজের এইচএসসি- পরীক্ষার সময় তিনি সেরা পড়ুয়ার সম্মান পান৷ তাঁর এই লড়াইতে তাঁর মা তাঁকে মোটিভেট করতেন৷ তিনি ড্রাইভারের সন্তান বলে সব সময়ে তিনি বই জোগাড় করতে পারতেন না, পারতেন না পোশাক জোগাড় করতে আর সবচেয়ে বড় অসুবিধা তাঁর সহপাঠীরা তাঁকে তুচ্ছতাচ্ছিল্য করত৷ Photo Courtesy- Instagram


সারা সকাল পড়াশুনো করতাম, থালাবাসন ধুতাম এবং রাতে কলসেন্টারে কাজ করতাম৷ যাতে রিকশা ভাড়া বাঁচাতে পারি তাই অনেকক্ষণ রাস্তায় হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতাম৷ Photo Courtesy- Instagram


মিস ইন্ডিয়া হওয়ার পর বাবা, মা আমার ছোট ভাইয়ের জীবন শুধরোন যায়৷ আর এটা সফল হবে যখন নিজের স্বপ্ন তাড়া করে এগিয়ে যাব৷ মিস ইন্ডিয়ার আয়োজকরা মান্যকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর লড়াইয়ের কাহিনী শেয়ার করার জন্য৷ এই লড়াইয়ের গল্প আরও মানুষকে উদ্বুদ্ধ করার জন্য৷