

•সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী যে ভাবে দেশের মানুষের বিদ্বেষের মুখে পড়েছেন রিয়া, তেমনই এক সময় স্বামীর আত্মহত্যায় রেখার দিকেও উঠেছিল ডাইনি অপবাদ! এবং তা শুধু তাঁর শ্বশুরবাড়ির দিক থেকে নয়, ইন্ডাস্ট্রির তাবড় তারকারাও সামিল ছিলেন সেই দোষারোপে!


•স্বামীর মৃত্যুর অপরাধে জনতার সামনে চূড়ান্ত অসম্মানিত হয়েছিলেন রেখা। তখন অভিনেত্রীর বয়স ৩০র কোঠায়৷ ব্যবসায়ী মুকেশ আগারওয়ালের সঙ্গে তিনি বিয়ে করেন৷ কিন্তু স্ত্রী রেখারই ওড়না দিয়ে আত্মহত্য করেন মুকেশ৷ শুরু হয় রেখার বিরুদ্ধে বিস্তর অভিযোগ৷


•এদের মধ্যে একেবারে সামনের সারিতে ছিলেন অভিনেতা অনুপম খের, পরিচালক সুভাষ ঘাইয়ের মত তারকারা৷ Photo Collected


•রেখা-মুকেশের বিয়ে হয়েছিল ১৯৯০-এর ৪ মার্চ। দিল্লির বড় শিল্পপতি ছিলেন মুকেশ । সুশান্তের মতোই মুকেশের জীবনেও আপাতভাবে তেমন কোনও ঝড়ঝাপ্টা ছিল না বলেই জানতেন তাঁর ঘনিষ্ঠরা । মুকেশের মৃত্যুর পর তাঁর ভাই অনিল জানান, মুকেশ সুখী ছিলেন । Photo Collected


•রেখা মুকেশের ভয়াবহ মানসিক অবসাদের কথা জানতে পেরেছিলেন । তবে সেটা বিয়ের পরে। কিন্তু সে জন্য যে মুকেশ এক বড় একটা পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা বুঝতে পারেননি নায়িকা । মুকেশ কিন্তু তাঁর সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন ‘‘আমার মৃত্যুর জন্য যেন কাউকে দায়ী করা না হয় ।’’Photo Collected


•আগরওয়াল পরিবারের সম্পত্তি হাতাতে চাইছেন রেখা একদিকে যেমন শ্বশুরবাড়ির তরফ থেকে এমন অভিযোগ ওঠে, তেমনই ইন্ডাস্ট্রির অনেকে বলেন যে রেখা বলিউডে কলঙ্ক ছড়াচ্ছেন! পরিচালক সুভাষ ঘাই বলেছিলেন যে, ইন্ডাস্ট্রির মুখে এমন কালো দাগ পড়ল রেখার জন্য, যা মেটানো মুশকিল৷Photo Collected


তিনি আরও বলেন, কোনও ভদ্র পরিবার নায়িকাদের সঙ্গে ছেলেদের বিয়ে দিতে দু’বার ভাববেন৷ এমনকি কোনও দক্ষ ও শান্তিপ্রিয় পরিচালকও রেখার সঙ্গে কাজ করার আগে ভাববেন! এমন ভয়ঙ্কর মত ছিল সুভাষের৷Photo Collected


•অন্যদিকে অভিনেতা অনুপম খের বলেন, রেখার ভাবমূর্তি বদলে এখন ন্যাশনাল ভ্যাম্পের তকমা পেয়েছে৷ ব্যক্তিগতভাবে এবং কাজের দিক থেকে এটা খুবই খারাপ এবং তাঁর সঙ্গে কীভাবে মুখোমুখি হব? Photo Collected