

নিজের প্রজন্মের সেরা প্রতিভা- মারাদোনা৷ বোকা জুনিয়ার্স, বার্সিলোনা ও নাপোলির জার্সিতে ঝকঝকে ফুটবল কেরিয়ার কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তাঁর পারফরম্যান্স একেবারে নক্ষত্রমণ্ডলীর মতোই উজ্জ্বল৷ একক দক্ষতায় দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার মতো বেনজির কৃতিত্বও তাঁর নামে লেখা রয়েছে৷ তাঁর হঠাৎ প্রয়াণের ঘটনায় স্তম্ভিত গোটা দুনিয়া৷ আর্জেন্টিনার প্রাক্তন দশ নম্বর বর্তমানে Gimnasia de La Plata-র দায়িত্বে ছিলেন৷ ফুটবলের অসম্ভব প্রতিভাধর এই তারকার ব্যক্তিগত জীবন যেমন বর্ণময় তেমনিই ওঠাপড়ায় ভরা৷ Photo- Collected


মাত্র ১৭ বছর বয়সে ক্লদিয়া ভিলাফেনের সঙ্গে প্রেমে পড়েছিলেন তরুণ তুর্কি দিয়েগো আর্মান্দো মারাদোনা৷ ১৯৮৯ সালে দীর্ঘ সময়ের বান্ধবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফুটবল রাজপুত্র৷ ক্লদিয়া ১৯৬২ তে জন্মেছিলেন তিনি পরবর্তী পর্যায়ে টিভি পার্সোনালিটি ও প্রেজেন্টর হয়ে ওঠেন৷ Photo- Collected


২০০৪ সালে ডিভোর্স হয় দুজনের মধ্যেষ কিন্তু এরপরেও একাধিকবার তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেছে৷ ২০০৬ বিশ্বকাপেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদেরকে৷Photo- Collected


এ বছরেই আর্জেন্টিনা মাস্টারশেফে অংশ নিয়েছিলেন ক্লদিয়া৷ ২০১৮ সালে তিনি নিজের স্ত্রী-র বিরুদ্ধে চুরির অভিযোগ করেছিলেন৷ ফ্লোরিডায় তাঁর টাকা চুরি করে বাড়ি কিনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী এমনটাই জানিয়েছিলেন মারাদোনা৷ Photo- Collected


একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক হলেও এরপর আর মারাদোনা বিয়ে করেননি৷ তবে ২০১২ সালে রোকিও অলিভিয়ার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিলেন তিনি৷ ২০১৪ সালে ফেব্রুয়ারি মাসে তাঁদের বাগদান পর্ব সারা হয়৷ রোমে একটি তারকা হোটেলে এই পর্ব সারা হয়৷ অলিভিয়া প্রাক্তন মহিলা ফুটবলার৷ আর্জেন্টিনার একাধিক ক্লাবের হয়ে খেলেছেন তিনি৷ তবে ২০১৮ তে বিয়ে হওয়ার আগেই ভেঙে ়যায় দুজনের সম্পর্ক৷ Photo- Collected


মারাদোনার পাঁচ সন্তান৷ তাঁর এক পুত্র দিয়েগো সিনাগ্রা ইতালিতে ক্লাব ফুটবলে খেলেন৷ ১৯৮৬ তে স্থানীয় নাপোলির মহিলার সঙ্গে সম্পর্কের জেরে এই ছেলের জন্ম৷ যা অবশ্য স্বীকৃতি দিতে চাননি মারাদোনা৷ ২০০৭ অবধি এটাই চেয়েছিলেন৷ Photo- Collected


বুয়েনস আয়ার্স সংবাদমাধ্যমে এই কাহিনী সামনে আসার পর তিনি জানিয়েছিলেন আমি তাঁকে খুব ভালোবাসি ও খুবই আমার মতো৷ ২০১৯ এ তিনি তিনজন কিউবার সন্তানের পিতৃত্বের দায়িত্ব মেনে নেন৷ ক্লদিয়ার সঙ্গে তাঁর দুজন কন্যা সন্তান ছিল৷ তাঁদের নাম ডালমা ও জিয়ানিয়া৷ Photo- Collected