

জিনা ইসিকা নাম হ্যায়! এই আপ্তবাক্য যদি কেউ মর্মে ধারণ করেন তিনি হলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পর্দায় কাজ করেছেন রানির মতো। তার পর নিজের পছন্দমতো বিয়ে করে ঘর-সংসারও করছেন চুটিয়ে। কে বলেছে মা হলে সব ত্যাগ করতে হয়? ছেলে আর সংসার সামলেও কাজ করেছেন সমান তালে। এখন তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। চল্লিশের চৌকাঠে এসে অনেক মহিলাই দ্বিতীয়বার মা হতে পাঁচ বার ভাবেন। করিনা সদর্পে ঘোষণা করেছেন তাঁর দ্বিতীয় মাতৃত্ব। শুধু কী তাই, একের পর এক ফ্যাশনেবল পোশাকে তিনি প্রমাণ করে দিয়েছেন বেগম করিনা হলেন একজন স্টাইল আইকন।


১) খাতায় কলমে চল্লিশ হলেও করিনাকে দেখে সেটা মোটেও বোঝার উপায় নেই। প্রতি দিন নিয়ম করে জিমে ঘাম ঝরান তিনি। অভ্যেস করেন যোগব্যায়ামও। গর্ভাবস্থায়ও তার ব্যতিক্রম হয়নি। ধূসর গোলাপি পোশাকে আরও উজ্জ্বল হয়েছে তাঁর রূপ।


২) পুমার (Puma) এই শ্যুট করার সময় ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তাঁর একটাই বক্তব্য- নিজেকে নানা কাজে ব্যস্ত রাখা। আর তাতেই একজন গর্ভবতী মা সুস্থ থাকেন বলে করিনার বিশ্বাস।


৩) স্বামী সইফ আলি খানকে (Saif Ali Khan) স্পার্কল বলে অভিহিত করেছেন নায়িকা। খান দম্পতি যথেষ্ট জনপ্রিয়। আগের বছরে সইফের জন্মদিনের ঘরোয়া পার্টিতে এই ছবি তোলেন তাঁরা।


৪) পান্না সবুজ পোশাকে করিনা। তাঁকে ঘিরে রয়েছে তাঁর টিম। লকডাউনের পরেই এই ছবি প্রমাণ করে কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা।


৫) পাঁচ মাসেও যথেষ্ট শক্তিশালী এটাই বলতে চেয়েছেন বেবো। নানা রঙের নানা ধাঁচের কাফতানে তাঁকে এই সময় দেখা গিয়েছে। গর্ভাবস্থায় কাফতান খুব আরামদায়ক সেটা বলেছেন তিনি।


৬) গর্ভাবস্থায় নিজেদের মায়ের আদর সব থেকে বেশি চান মেয়েরা৷ বেবো পরেছেন ফ্লোরাল প্রিন্টের ঢিলেঢালা পোশাক। মেক-আপ একদমই নেই। আর তাঁকে মাথায় মাসাজ করে দিচ্ছেন মা ববিতা কাপুর (Babita Kapoor)। আর কী চাই!