

• এই মুহূর্তে বি-টাউনের অন্যতম আলোচিত জুটি তাঁরা ৷ শোনা যাচ্ছে নভেম্বরেই ঘর বাঁধবেন বাজিরাও-মস্তানি ৷ ছবি: ট্যুইটার ৷


• কিন্তু এখনও পর্যন্ত বিয়ে, সম্পর্ক, প্রেম নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি এই লভ বার্ডস ৷ ছবি: ট্যুইটার ৷


• তবে বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে রাম-লীলার বিয়ের গল্প ৷ জানা গিয়েছে, বিরুষ্কার মতোই নাকি সুদূর ইতালির মাটিতে বিয়ের আসর বসবে ‘দীপ-বীর’-এর ৷ ছবি: ট্যুইটার ৷


• লেক কোমা হৃদের ধারে চার হাত এক হতে পারে রণবীর-দীপিকার ৷ আর সেই কারণেই চূড়ান্ত প্রস্তুতি চলছে দুই পরিবারে ৷ একদিনে বিয়ের শপিং শুরু করে দিয়েছেন দীপিকা ৷ ছবি: ট্যুইটার ৷


• অন্যদিকে, বিয়ের আগে পুজোর আয়োজন করছেন দীপিকার মা ৷ আবার হবু বরের মা নব-দম্পতির জন্য নতুন ফ্ল্যাটের খোঁজ শুরু করেছেন ৷ ছবি: ট্যুইটার ৷


• শোনা গিয়েছে, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সাজবেন দীপস ৷ প্রথা ভেঙে পরবেন রুপোর গয়না ৷ এদিকে মুম্বইয়ে তাঁদের জন্য কেনা হয়েছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ৷ ছবি: ট্যুইটার ৷


• চার কামরা বিশিষ্ট ফ্ল্যাটটি নাকি পছন্দ করেছেন দীপিকার হবু শাশুড়ি অঞ্জু ভবনানি ৷ ছবি: ট্যুইটার ৷