1/ 5


মহম্মদ শামি -র স্ত্রী হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাকটিভ একজন মহিলা৷ আর তারপরে ট্রোলের শিকার হন৷ তাতেও তাঁকে দমানো যায় না৷ তিনি নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপডেট দিতে থাকেন৷
2/ 5


আবারও সেইরকম ঘটনাই ঘটল৷ শনিবার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের ছেলের জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন হাসিন জাহান৷ সেখানের বেশ কিছু ছবি পোস্ট করেন শামি পত্নী হাসিন৷
3/ 5


ইরফানের ছেলে ইমরানের জন্মদিনে হাসিনকে দারুণ খুশি দেখাচ্ছিল৷ ইরফান পাঠানের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও মাতেন তিনি৷ হাসিন সেই ছবি পোস্ট করার পরেই ট্রোলিংয়ের শিকার হন৷
4/ 5


আসলে হাসিন জাহান ইরফান পাঠানের নাম ইংরাজিতে লিখতে গিয়েই কেলেঙ্কারি করেন৷ সেখানে পাঠানের নামের বানান ভুল লেখেন তিনি৷