

ো জনপ্রিয় টিভি তারকা হিনা খান টেলিভিশনে পা রাখার সঙ্গে সঙ্গেই এক আলাদা নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন ৷ এরপর থেকেই নানান অবতারে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি ৷ হিনা খানের সৌন্দর্যে ভক্তদের পাগল করে তুলতেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রামে বেশ কিছু ভাইরাল হয়েছে এদের মধ্যে অন্যতম একটি কেক নিয়ে পোজ দিয়েচেন হিনা খান ৷ সব থেকে বড় বিষয় হল হিনা খানকে বেশ সুন্দর লাগছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


কেকের উপরে একটি মেয়ের ছবি দেখতে পাওয়া গিয়েছে হালকা গোলাপি রঙের পোশাকে পরেছে সেকানে ১২ সংখ্যা দেখা যাচ্ছে ৷ কেকের উপরে লেখা আছে HK, যা হিনার পুরো নাম ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


মেকআপ ছাড়াই ছবিগুলিতে কাঁপিয়েছেন হিনা খান ৷ চুলে একটি ব্যান্ড লাগিয়েছেন সব মিলিয়ে এক অন্য রকম রূপে হিনা খান ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


হিনা খান ছবি শেয়ার করে লিখেছেন #HinaKeBemisaal12Saal হ্যাশট্যাগের ব্যবহার ১২ বছর পূরণ হতে লিখেছেন ৷ এর সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷