Happy Birthday Mehr Jesia:ডিভোর্সের আগেই স্বামীর প্রেমিকাকে গর্ভবতী দেখেছেন মেহর! সহ্য করতে হয়েছে চরম অপমান!
আজ প্রাক্তন মিস ইন্ডিয়া এবং সুপার মডেল মেহের জেসিয়ার জন্মদিন। ৫২ বছর বয়সী মেহের জেসিয়া একটি পারসি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মেহের হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী।


•বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রীও মেহর জেসিয়া। সম্প্রতি অর্জুন রামপাল এবং তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। (Photo Courtsey-Instagram)


•৮র দশক থেকে কেরিয়ার শুরু হয়েছিল জেসিয়ার। তিনি ১৯৮৬ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন।(Photo Courtsey-Instagram)


•মডেলিংয়ের সূত্রেই অর্জুন এবং মেহের দেখা হয়েছিল। মেহর যখন সুপার মডেল ছিলেন অর্জুন তখন রীতিমতো স্ট্রাগল করছিলেন ।(Photo Courtsey-Instagram)


•অর্জুন একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি যখন প্রথমবার র্যাম্পে হেঁটেছিলেন তখন তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে পাশা থাকা মডেলের হাত ধরে হেঁটেছিলেন। সেই মডেলই ছিলেন মেহের।(Photo Courtsey-Instagram)


•দুজনেই অনেক সময় একসঙ্গে কাটাতে শুরু করেন এবং পরে দুজনেই প্রেমে পড়ে যান। ১৯৯৮ সালে দু'জনেরই বিয়ে হয়। মেহের অর্জুনের চেয়ে প্রায় দুই বছর বড়। অর্জুন ও মেহের দুই মেয়ে রয়েছে। তাঁর বড় মেয়ের নাম মাহিকা এবং ছোট মেয়ের নাম মাইরা।(Photo Courtsey-Instagram)


•অর্জুনের নাম হৃতিক রোশনের স্ত্রী সুজান খানের সঙ্গে জুড়ে যেতে শুরু করলে অর্জুন এবং মেহারের সম্পর্ক খারাপ হতে থাকে। যদিও মেহের এই বিষয়টি নিয়ে বিবৃতি দেন এবং সুজান ও অর্জুনের মধ্যে যে কোনও সম্পর্ক নেই, সেটা জানিয়ে দেন৷ এরপর দু'জনেই বিয়ের ২০ বছর পরে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন।(Photo Courtsey-Instagram)


•২০১৮ সাল থেকে অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডের মধ্যে সম্পর্কের খবর সামনে আসতে শুরু করে। ২০১৮ সালে অর্জুন জানান যে, তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা মা হতে চলেছেন। সম্প্রতি দুজনেই এক ছেলের বাবা-মা হয়েছেন। মেহরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে থাকতে শুরু করেন। তাঁর লাভ লাইভ আলোচনায় ছিল।(Photo Courtsey-Instagram)