অভিনেত্রী ও মডেল কাশ্মীরা শাহ নামটা বললেই পুরুষ কূলের চোখ চকচক করে ওঠে৷ ১৯৭১ -র আজকের দিনেই জন্মেছিলেন কাশ্মীরা শাহ৷ (Photo-Instagram)
2/ 9
Bollywood -এ কাশ্মীরা কিছু কাজ করলেও সেভাবে দাপট দেখাতে পারেননি কিন্তু টেলিভিশনে তিনি সুপারহিট৷ (Photo-Instagram)
3/ 9
কয়েকদিন আগে কাশ্মীরা নিজের একটা Hot and Bold ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন৷ যা দারুণ গতিতে ভাইরাল হয়েছিল৷ তাঁর স্বামী নিজের হ্যান্ডেলে স্ত্রী-র ছবি শেয়ার করে লিখেছিলেন বাড়িতেই বিরিয়ানি পাওয়া গেলে কেউ কি বাইরে গিয়ে ডালমাখনি খায়৷ (Photo-Instagram)
4/ 9
কৃষ্ণণের সঙ্গে কাশ্মীরার দেখা হয় পাপ্পু পাস হো গ্যায়া ফিলমের শ্যুটিংয়ে৷ তারপর তাঁরা ডেটিং শুরু করেন ৷ ২০১৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধা হন তাঁরা৷ (Photo-Instagram)
5/ 9
কাশ্মীরার প্রথম স্বামী ছিলেন পরিচালক ব্রেড লিস্টরম্যান৷ ২০০৭ সালে তাঁদের ডিভোর্স হয়৷ (Photo-Instagram)
6/ 9
নিজের হট ও বোল্ড অবতারের জন্য নানা মহলে তাঁকে নিয়ে গুঞ্জন ৷ তাঁর খোলামেলা পোশাকের সঙ্গে চমৎকার টানটান ফিগার এই ৪৭ তেও মাতিয়ে রাখে৷ (Photo-Instagram)
7/ 9
কাশ্মীরা -র ফ্যানরা অভিনয় ও নাচগানেও তিনি দারুণ পারদর্শী৷ সকলেই তাঁর লাস্য ও নৃত্যকলার দিওয়ানা৷ (Photo-Instagram)
8/ 9
কাশ্মীরা ও তাঁর স্বামী কৃষ্ণণ অভিষেকের জুটি ছোট পর্দায় সুপারহিট৷ (Photo-Instagram)
9/ 9
প্যায়ার তো হোনা হি থা, কহি প্যায়ার না হো যায়ে, হেরাফেরি, ইয়েস বসের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি৷ এছাড়া বিগ বসেও অংশগ্রহণ করেছিলেন তিনি৷ (Photo-Instagram)