

•আব্বাস মস্তানের (Abbas Mustan) ছবি আজনবি (Ajnabee) দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বঙ্গললনা বিপাশা বসু (Bipasha Basu)। বলিউডের নায়িকারা তাঁদের কেরিয়ার দাঁড়িয়ে গেলে যে সিদ্ধান্ত নেন, বিপাশা তাঁর প্রথম ছবিতেই সেই কাজ করার দুঃসাহস দেখিয়েছিলেন। অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে তিনি ছিলেন এক ধূসর চরিত্রে। এই ছবির জন্য সেরা ডেবিউ অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছিলেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে সমসাময়িক অনেক নায়িকাকেই পিছনে ফেলে এগিয়ে যান সবার আদরের বিপস। রাজ (Raaz), জিসম (Jism), কর্পোরেট (Corporate) ইত্যাদি ছবিতে বিপাশার লাস্যময়ী আবেদন ও অভিনয় দুয়েরই কদর করা হয়। কেরিয়ারে সাফল্য আসার পর সবার মনে একটাই প্রশ্ন ছিল যে বিপাশা বিয়ে কবে করবেন।


•এক সময়ে অভিনেতা জন আব্রাহামের (John Abraham) সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। দুজনে একসঙ্গে থাকতেও শুরু করেন। জন এবং বিপাশার ভক্তরা ভেবেছিলেন দুই সুপারমডেলের চারহাত এক হল বলে। কিন্তু প্রায় নয় বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যান জন ও বিপাশা।


•বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতার সঙ্গে নাম জড়ায় বিপাশার। এক সময়ে এও শোনা যেত যে রানা ডাগুবতির (Rana Daggubati) সঙ্গে প্রেম করছেন বিপাশা। কিন্তু বিপাশা অভিনীত ছবি অ্যালোনের (Alone) সেটে সব কিছু বদলে গেল। ছবির অভিনেতা করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর।


•নিন্দুকেরা যদিও বলেছিল যে বয়সে ছোট করণ বেশি দিন বিপাশায় মজে থাকবেন না। কারণ একাধিক সম্পর্ক তৈরি ও ভেঙে দেওয়ার ট্র্যাক রেকর্ড করণেরও আছে। কিন্তু শত্তুরের মুখে ছাই দিয়ে ২০১৬ সালে বিয়ে করেন দুজনে। আর ঈশ্বরের আশীর্বাদে এখনও তাঁদের প্রেম দেখার মতো।


•করণ ব্যস্ত আছেন কবুল হ্যায় ২ নিয়ে। তাই দু'জনে একসঙ্গে নতুন বছর পালন করতে পারেননি। করণ যে শুধুই তাঁর একদা প্রেমিক বা বর্তমান স্বামী নয়, সেটা বারবার বলেছেন বিপাশা। করণ যে তাঁর বন্ধুও, ফ্রেন্ডশিপ ডে’র এই দুষ্টু-মিষ্টি ছবিগুলো তারই প্রমাণ।