•হিনা স্পষ্ট করেছেন যে, এক একটা মাধ্যমের এক এক রকম প্রয়োজন থাকে, এবং দর্শকদের রুচিও থাকে আলাদা৷ তাই সেই অনুযায়ী অভিনয় করেন অভিনেতারা৷ টিভির ধারাবাহিকের ক্ষেত্রে দর্শকরাই একটু নাটুকে অভিনয় পছন্দ করেন৷ তাই সে কথা মাথায় রেখেই এবং তাঁদের মনোরঞ্জন করতেই এভাবে অভিনয় করতে হয় ধারাবাহিকে৷