

বলিউডের একেবারে নতুন প্রজন্মের নায়িকা তিনি। এখনও কেরিয়ারে পায়ের তলার মাটি সে ভাবে দেখতে গেলে শক্ত হয়নি। ছবিও করেছেন হাতে গোনা কয়েকটাই! কিন্তু একটা জায়গায় দিশা পাটানি গুণে গুণে গোল দিতে পারেন বলিউডের যে কোনও প্রথম সারির নায়িকাকে। Photo Courtesy- Disha Patani/Instagram


তুখোড় স্টাইল স্টেটমেন্ট আর পারফেক্ট বিকিনি-বডির জন্য বলিউড ক্যুইন দিশার যে কোনও পোস্টই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগেই অ্যাকোয়া গার্ল লুকে ঝড় তুলেছিলেন তিনি। নীল সমুদ্রের মাঝে তাঁর হলুদ বিকিনি আর হট পোজে মজেছিলেন নেটিজেনরা।Photo Courtesy- Disha Patani/Instagram


গরম আসছে আর তাই সেই ঋতুকে স্বাগত জানাতে দিশার নতুন বিকিনি ছবি৷ গোলাপি ফ্লোরাল বিকনিতে একেবারে বাজার কাঁপাচ্ছেন সুন্দরী৷ Photo Courtesy- Disha Patani/Instagram


পুলের ধারে অবসরকে উপভোগ করছেন দিশা। বিকিনি লুক নজর কাড়তে বাধ্য।Photo Courtesy- Disha Patani/Instagram