

•কোনও না কোনও কারণে চর্চায় থাকেন নেহা কাক্কর। তাঁর গান নিয়ে উন্মাদনা তো রয়েছেই৷ তার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও উঠে আসে শিরোনামে৷ উদিত পুত্র আদিত্যর সঙ্গের প্রেমের জল্পনা থেকে বিয়ে, গত বছর বিনোদন দুনিয়ার শিরোনামে ছিলেন নেহা৷ এবারও তার ব্যতিক্রম নয়৷ নেহা কাক্কর গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল ১২ -র বিচারক। শোতে নেহার নানা রকম বক্তব্য নিয়ে খবর হয়।


•সম্প্রতি ইন্ডিয়ান আইডলে উপস্থিত ছিলেন গীতিকার সন্তোষ আনন্দ এবং সুরকার পেয়ারেলাল। যেখানে নেহা কাক্কর একটি মহৎ উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন। গীতিকার সন্তোষ আনন্দকে সাহায্যের ঘোষণা করেছেন নেহা কাক্কর। গায়ক সবার সামনে এটি ঘোষণা করেছেন।


•এদিকে নিজের স্বাস্থ্যের বিষয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন নেহা নিজেই। শোতে নেহা কাক্কর জানিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এমন এক রোগের শিকার যা খুবই উদ্বেগজনক। যা নিয়ে তিনি বছরের পর বছর ধরে লড়াই করে যাচ্ছেন। নেহা কাক্কর জানিয়েছেন যে এই রোগের কারণে তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেক সময় তিনি অনুভব করেছেন যে, জীবনে তাঁর কাছে সব রয়েছে৷ সম্পত্তি, বাড়ি, অর্থ এবং পরিবার পাশে থাকলেও, এই ব্যাধি থেকে তিনি কখনও মুক্তি পাবেন না৷


•তাঁর বাবা খুব কষ্ট করে তাঁদের বড় করেছেন, বহুবার তাঁদের বড় হয়ে ওঠার করুণ কাহিনী শোনা গিয়েছে নেহার গলায়৷ তবে গায়িকা হয়ে ওঠার পর, অর্থাৎ প্রতিষ্টা পাওয়ার পর যে তিনি খুবই সুখী এবং সর্বদা আনন্দে থাকেন, তেমনই মনে হয় সকলের৷


•তাঁর বাবা খুব কষ্ট করে তাঁদের বড় করেছেন, বহুবার তাঁদের বড় হয়ে ওঠার করুণ কাহিনী শোনা গিয়েছে নেহার গলায়৷ তবে গায়িকা হয়ে ওঠার পর, অর্থাৎ প্রতিষ্টা পাওয়ার পর যে তিনি খুবই সুখী এবং সর্বদা আনন্দে থাকেন, তেমনই মনে হয় সকলের৷