

এই মুহূর্তে বলিউডের বিভিন্ন জুটি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন৷ সবে সবেই অনন্যা পান্ডে (Ananya Pandey) ,ঈশান খট্টরের (Ishaan Khattar) সঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন মলদ্বীপ থেকে৷ এদিকে যাঁদের নিয়ে জোর গুজব যে তাঁরা প্রেম করছেন এমন জুটি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) মলদ্বীপ থেকে লাগাতার ছবি শেয়ার করছেন৷ এরমধ্যেই আবার শিরোনামে এলেন হালকা হালকা প্রেমে থাকা জুটি কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)৷ যাঁরা এই মুহূর্তে গোয়ায় রয়েছেন৷ তাঁদেরই গোয়া -র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় লিক হওয়ার পর ভাইরাল হয়েছে৷ Photo- File


দিন কয়েক আগেই কার্তিক আরিয়ান , জাহ্নবী ও তাঁদের বোন খুশি কে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছিল৷ তাঁদের একসঙ্গে এয়ারপোর্টে দেখা যাওয়ার পরেই ফ্যানদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল যে তাঁদের মধ্যে কী চক্কর চলছে৷ এই অবস্থার মধ্যেই একটি ফুড জয়েন্টে জাহ্নবী ও কার্তিকের ছবি পাওয়া গেছে ৷ Photo Courtesy- Instagram


কার্তিক আরিয়ান সেই ফুড জয়েন্ট থেকে ফ্যানদের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন৷Photo Courtesy- Instagram


কার্তিক ও জাহ্নবীর ছবি শেয়ার করেছেন৷ ফুড জয়েন্ট Favela Goa -র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার হয়েছে৷ দুজনেই সাদা -কালোর কম্বিনেশনে জামা পড়েছেন৷Photo Courtesy- Instagram