

বলিউড (Bollywood) দুনিয়ার একটা মজার বিষয় সেখানে রোজই নতুন নতুন ঘটনা ঘটে৷ তারমধ্যে অন্যতম হল বলিউডের মজার খাজানা সেখানের গসিপ (Gossip)৷ এখন বিভিন্ন শো হয় যেখানে সেলিব্রিটিরা আর রাখঢাক না করে নিজেদের মুচমুচে গসিপ শেয়ার করেন৷ তেমনিই একটা শো হল কপিল শর্মা শো (The Kapil Sharma Show) ৷ নিজের সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে চাঞ্চল্যকর খবর তুলে আনলেন জয়াপ্রদা৷ Photo -Collected


আশির দশক ও নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো ডাকসাইটে দুই সুন্দরী-কে বেশি , কে কম এই নিয়ে কথা এখনও চলে৷ তবে এই দুই অভিনেত্রীর রূপ সাগরে ডুব দেননি এমন মানুষ খুব কমই আছেন৷ পর্দায় এই দুই অভিনেত্রীকে বোনের চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে৷ আর সেই দুই বোনের চরিত্রে সিনগুলি করার আগে ও পরে ঠিক কী হত সেই সিক্রেট নিজের মুখে ফাঁস করেছেন জয়াপ্রদা (Jayaprada)৷ Photo -Collected


শ্রীদেবী(Sridevi) আর বেঁচে নেই৷ তাঁর আকস্মিক মৃত্যুর খবর কাঁপিয়ে দিয়েছিল সকলকেই৷ কিন্তু এই খবর সেরকম না হলেও এতে রয়েছে তীব্র হিংসার ঝালঝাল গন্ধ৷ Photo -Collected


সিনগুলির আগে ও পরে কেউই কারোর সঙ্গে কথা বলতেন না৷ সেটের এদিক ওদিকে বসে থাকতেন ৷ মানে একজন এক কোণের সিটে বসতেন তো অন্যজন একেবারে অন্যদিকের কোণের সিটে বসতেন৷ Photo -Collected


এই অবস্থা দূর করতে চরম পদক্ষেপ নিতে হয় তাঁদের হিরো জিতেন্দ্রকে৷ একদিন তিনি শ্রীদেবী ও জয়প্রদাকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে হুড়কো আটকে দিয়েছিলেন৷ যাতে দুই অভিনেত্রী একে অপরের সঙ্গে কথা বলেন৷ Photo -Collected