

বলিউডের অন্যতম সর্বকালীন সুপারহিটের তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবে কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hain)৷ সেই সিনেমায় একটি পঞ্জাবি বাচ্চার রোলে অভিনয় করে সকলের খুব প্রিয় হয়ে উঠেছিল এক খুদে৷ নাম পরজান দস্তুর৷ তবে সেই খুদে আর খুদে নেই৷ শুধু বড়ই হয়নি একেবারে বিয়ে সেরে ফেলেছে! Photo Courtesy- Parzan Dastur/ Instagram


শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল( Kajol), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee ) অভিনীত সিনেমা সকলেরই দেখা ৷ সেখানে খুদের চরিত্রে অভিনয় করা পরজান সকলের ভালোবাসা পেয়েছিল৷ Photo Courtesy- Parzan Dastur/ Instagram


এখন পরজান ২৯ বছরের ৷ তিনি নিজের দীর্ঘ সময়ের গার্লফ্রেন্ড ডেলনা শ্রফের সঙ্গে বিয়ে করেছেন৷ Photo Courtesy- Parzan Dastur/ Instagram


এঁরা দুজন একে অপরকে অনেকদিন ধরে চিনতেন৷ তাঁদের চিরাচরিত পার্সি স্টাইলে বিয়ে হয়েছে৷ Photo Courtesy- Parzan Dastur/ Instagram


পরজান বিয়েতে সাদা কুর্তা -পায়জামা আর টুপি পরেছিলেন সেখানে তাঁর নতুন বউ মেরুণ শাড়ি পরেছিলেন৷ Photo Courtesy- Parzan Dastur/ Instagram


পরজান নিজের বিয়ের ছবি ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছিলেন ৷ যেখানে তাঁকে ডেলনা -র সঙ্গে দেখা যাচ্ছে৷ Photo Courtesy- Parzan Dastur/ Instagram