

বলি অভিনেত্রী (Bollywood) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন৷ নিজের ফটো ও ভিডিও দিয়ে সবসময়েই নিজের ফ্যানদের মন জয় করে থাকেন তিনি৷ সবে সবে তিনি ফের কিছু বোল্ড ছবি দিয়ে ফের ধামাল মাচিয়েছেন৷ Photo Courtesy- Jacqueline Fernandez/Instagram


তাঁর নতুন ছবিগুলি শেয়ার করতে গিয়ে একটা বড় ভুল করে ফেললেন জ্যাকলিন৷ তাঁর ভুল করা ছবিগুলি দেখে নেটিজেনরাও অবাক হয়ে গেছেন৷ Photo Courtesy- Jacqueline Fernandez/Instagram


নতুন করে দেওয়া ‘ভুল’ ছবিটিতে তিনি একটি সাদা জামা পরে ছবি পোস্ট করেছেন৷ Photo Courtesy- Jacqueline Fernandez/Instagram


কিন্তু এই ছবিতে জ্যাকলিনের (Jacqueline Fernandez Photos) জামায় ফাটা অংশ রয়েছে৷ দুটি স্ট্র্যাপ একেবারে দুরকম৷ সেটা খুঁজে বার করে ফেলেছেন খুঁটিয়ে দেখা নেটিজেনরা৷Photo Courtesy- Jacqueline Fernandez/Instagram


এই ছবি দেখে এমন মনে করা হচ্ছে জ্যাকলিন হয়ত ইচ্ছা করেই এই ছবি পোস্ট করেছেন৷ কারণ জামায় সামাণ্য গরমিল থাকলেও তাঁকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে৷ Photo Courtesy- Jacqueline Fernandez/Instagram


লোকে জ্যাকলিনের বিভিন্ন ছবিতেই প্রচুর কমেন্ট করেন৷ এই ছবিটিও তার ব্যতিক্রম৷Photo Courtesy- Jacqueline Fernandez/Instagram