

বলিউডের চেনা মুখ নেহা শর্মা (Neha Sharma)৷ সোশ্যাল মিডিয়ায় আরও পাঁচজনের মতো তিনিও দারুণ অ্যাকটিভ৷ মাঝেমধ্যেই নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে নিজের দারুণ সব ছবি শেয়ার করেন সুন্দরী অভিনেত্রী৷ নিজের বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় থাকেন তিনি৷ তবে সম্প্রতি তিনি নিজের বোল্ড (Bold Photo) আন্দাজে যে ছবি শেয়ার করেছেন তা দেখে ফ্যানদের চক্ষু চড়কগাছ৷ (Photo Credit- @nehasharmaofficial/Instagram)


কালো স্যুইম স্যুটি তাঁর চাটু গরম ছবি (Hot Photo) সোঁ সোঁ করে ভাইরাল হয়ে গেছে৷ নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে নেহা শর্মা এই বোল্ড ছবি শেয়ার করেছেন৷ কালো বিকিনিতে নিজের উদ্ভিন্ন যৌবন মেলে ধরেছেন তিনি৷ সমুদ্রের ধারে তাঁর দাঁড়িয়ে থাকার এই ছবি যেন জলে আগুন লাগিয়ে দিচ্ছে!(Photo Credit- @nehasharmaofficial/Instagram)


তবে নেহার এই ছবি সাম্প্রতিক নয়৷ এটা তিনি থ্রো ব্যাক ছবি হিসেবেই হ্যান্ডেলে পোস্ট করেছেন৷ নিজের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, #holidayonmymind #holiday #throwback #hawaii অর্থাৎ গত বছরের হাওয়াইতে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন তিনি৷ (Photo Credit- @nehasharmaofficial/Instagram)


নেহা শর্মা নিজের ক্যাপশনে বলেছেন তাঁর এই দুরন্ত ছবি ক্লিক করেছেন তাঁর অভিনেত্রী বোন ঋতিকা শর্মা৷ (Photo Credit- @nehasharmaofficial/Instagram)