

বিয়ে করেননি৷ বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন৷ অর্থাৎ লিভ-ইনের সম্পর্ক তাদের৷ সেই সম্পর্কেই রয়েছে সন্তান৷ জীবনের এই গোপন অধ্যায়ের কথা নিজেই ফাঁস করলেন বলি-অভিনেত্রী৷ Photo Collected


নিজে বলিউডের তারকা৷ পুরুষসঙ্গী ব্যবসায়ী৷ দু’জনে থাকেন গোয়ায়৷ গোয়ায় হোটেল ও ক্যাসিনোর ব্যবসা রয়েছে বয়ফ্রেন্ডের৷ বিশেষ এই বন্ধুর নাম অনেকবারই সামনে আনতে চেয়েছেন অভিনেত্রী৷ কিন্তু বন্ধুর পছন্দ নয়, তাই পুরোটাই ধোঁয়াশা রাখতে হয়েছে৷ তবে শেষমেশ অভিনেত্রী জানিয়ে দিলেন যে তিনি মা হয়েছেন ৩ বছর আগে৷ তাঁদের সন্তান রয়েছে...Photo Collected


এ বছর অগস্টে ৩-এ পা দেবে তাদের সন্তান৷ নায়িকা জানিয়েছেন যে কাজ নিয়ে বয়ফ্রেন্ড ভীষণ ব্যস্ত থাকেন৷ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকার ফলে মনে হয় যেন আমাদের লং ডিসটেন্স রিলেশন, বলছেন ৪৩ বছরের নায়িকা৷ Photo Collected


নায়িকা আর কেউ নন মাহি গিল৷ ছবিতে তাঁকে সাহসী চরিত্রেই বেশি পাওয়া যায়৷ বাস্তবেও তিনি এমন সাহসী পদক্ষেপ নিয়েছেন৷ মেয়ের নাম ভেরোনিকা৷ Photo Collected


বিয়ে না করেও সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত ছিল তাঁর ও তাঁর বন্ধুর৷ কারণ তাঁরা মনে করেন, ভালবাসাই শেষ কথা৷ তার জন্য বিয়ের কী প্রয়োজন?Photo Collected


বিয়ে না করে একসঙ্গে থাকা বা লিভ-ইনে এখন অনেকে সাবলীল৷ সমাজও মেনে নিচ্ছে ধীরেধীরে৷ কিন্তু আইন মতে বিয়ে না করে শুধুমাত্র একসঙ্গে থেকে সন্তান জন্ম দেওয়ার সাহস অনেকেরই থাকে না৷ সেই পথে হেঁটে মাহি প্রমাণ করলেন, যে ছবিতে নয়, বাস্তবেও সাহসী পদক্ষেপ নিতে তিনি পিছপা হন না৷Photo Collected