

বেশ কিছু সময় ধরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) কে নিয়ে গসিপ (Bollywood Gossip) সরগরম৷ তাঁরা নাকি একে অপরকে ডেট করছেন৷ দুজনের সম্পর্কের খবর ক্রমশই বাজার গরম করছে৷ বিভিন্ন জায়গায় বলিউডের এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে৷ কিন্তু কোনওপক্ষই এখনও সরকারিভাবে এই সম্পর্ক নিয়ে কোনও বিবৃতি জারি করেননি৷ Photo-File


এই ডেট করার গুঞ্জনে আরও একটু আগুন ধরালেন খোদ ক্যাটরিনা কাইফ নিজে৷ এবারের নিউইয়ার সেলিব্রেশনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ আবার ভিকি কৌশলও নিজের মতো কিছু নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি শেয়ার করেছিলেন৷ Photo- Instagram


এরপরেই শুরু গণ্ডগোল৷ ক্যাটরিনার ইসাবেলার সঙ্গে একটি পোস্ট করা ছবির পিছনে কাঁচের জানলায় ছায়ায় দেখতে পাওয়া যায় ভিকি কৌশলের ছায়া৷ নেটিজেনদের তা চোখ এড়ায় এমনও কি হতে পারে৷ Photo- Instagram


তড়িঘড়ি আসরে নেমে অ্যালবাম থেকে এই ছবি ডিলিট করে দেন ক্যাট৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে৷ ছবি দেদার শেয়ার করে দিয়েছেন নেটিজেনরা৷ Photo-File


এই মুহূর্তে ইন্টারনেটে সুপারভাইরাল এই ছবি৷ এর আগেও দুজনকে একসঙ্গে দিওয়ালি, হোলি সেলিব্রেট করতে দেখা গেছে৷ তবে এবার তড়িঘড়ি ছবি ডিলিট হয়ে যাওয়ায় নেটিজেনদের আরও জল্পনায় (Gossip) আগুন দিয়েছেন খোদ ক্যাটরিনা৷ হতে পারে বা বর্তমান বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেমের বিষয়টি আরও কিছুদিন লুকিয়ে রাখতে চান সুন্দরী৷ সোজা কথায় ‘লুকিয়ে ভালোবাসব জানতে দেব না৷ ’ Photo-File