টিভি জগতে অন্যতম পপুলার শো Bigg Boss 14৷ পাশাপাশি এই শো বিতর্কিতও৷ প্রতিবারের মরশুমেই এই শো -র মঞ্চ থেকে নানারকম গসিপ, প্রেম, মারামারির ঘটনা সামনে আসে৷ এ মরশুমের বিগ বসও রমরমিয়ে শুরু হয়ে গেছে৷ কে জিতবেন এবারের খেতাব তার লড়াইয়ও চালু ৷ গত সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে বার হয়ে গেছেন জনপ্রিয় গায়িকা সারা গুরপাল৷ সারা গুরপালকেও বাকিদের মতো টাস্ক দেওয়া হয়েছিল৷ যা করতে গিয়ে তাঁর চোখে প্রচণ্ড চোট লেগেছিল৷ তবে এখন সেই আঘাত ঠিক হয়ে গেছে৷ সারা এখন নিজের চন্ডিগড়ের বাড়িতে রয়েছেন৷ (photo credit: instagram/@saragurpals)