সুহানা খান ৷ ভারতীয় ফিল্মের সুপারস্টার শাহরুখ খান, তাই সুহানা এমনিতেই সুপারহিট ৷অন্যদিকে যেরকম হট তা নিয়ে আর কথা হবে না ৷ Photo Courtesy- Instagram
2/ 4
সোশ্যাল মিডিয়ায় তিনি যা ছবি দেন সেটা ভাইরাল হয়ে যায় ৷ গ্র্যাজুয়েশন , থিয়েটারে অভিনয় এই সব কিছু করে ফেলেছেন সুহানা ৷ তবে তিনি বা শাহরুখ কেউই মুখ খুলতে নারাজ কবে বলিউডে পা রাখবেন শাহরুখ কন্যা ৷ Photo Courtesy- Instagram
3/ 4
তবে সুহানার সেরা বান্ধবী অনন্যা পান্ডে এই বিষয়ে সামাণ্য আলোকপাত করেছেন ৷ এখন নিউইয়র্কে পড়ার পাশাপাশি ফিল্ম স্কুলে যাচ্ছেন সুহানা খান ৷ অন্যদিকে অনন্যা পান্ডে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে আত্মপ্রকাশ করেছেন বলিউডে ৷ Photo Courtesy- Instagram
4/ 4
সুহানা খান যে সময় মনে করবেন তখনই বলিউডে পা রাখবেন তিনি এমনটাই জানিয়েছেন অনন্যা পান্ডে ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন তিনি যখনই আসবেন তাঁর অপেক্ষায় রয়েছেন তিনিও ৷ Photo Courtesy- Instagram