

বলিউড সুপারস্টার সলমন খান বেশিরভাগ সময়েই নতুন প্রতিবাদের সুযোগ দেন এমনটাই প্রচলিত আছে বলিউডে ৷ এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে বেশ কিছু নতুন প্রতিভাকে সুযোগ দিয়েছেন তাঁদের তালিকায় নবতম সংযোজন প্রজ্ঞা জয়সওলান ৷ বর্তমানে সলমন খান আসন্ন ছবি (অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ) ৷ শ্যুটিং-এ ব্যস্ত ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর ৷ সলমনের বিপরীতে দক্ষিণী ছবির অভিনেত্রী প্রজ্ঞা জয়লওয়ালকে অভিনয় করতে দেখা যাবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


অন্তিমে প্রজ্ঞা জয়সওয়াল সলমন খানের সঙ্গে রোমান্স করবেন ৷ তামাম সলমন ভক্তরা জানতে চাইছেন কে এই প্রজ্ঞা জয়সওয়াল? ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রজ্ঞা জয়সওয়াল ইন্ডাস্ট্রির কোনও নতুন মুখ নন ৷ বেশ কিছু টলিউডের ছবিতে অভিনয় করেছেন প্রজ্ঞা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


২০১৪ সালের একটি ছবিতে তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন ৷ এরপরে ২০১৫ তেলুগু ছবিতেও অবিনয় করেছিলেন প্রজ্ঞা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


পিরিয়ড নাটক অবলম্বনে ছবি কাঁচিতে বরুণ তেজের সঙ্গে অভিনয় করেছিলেন প্রজ্ঞা ৷ এখনও পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন প্রজ্ঞা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রজ্ঞা পুণে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন প্রজ্ঞা ৷ বেশ কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷ এরপরে মডেলিং-এ পা রাখেন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


জানতে পারা গিয়েছে সলমনের সঙ্গে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে প্রজ্ঞাকে ৷ এই ছবিতে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মাকে দেখতে পাওয়া যাবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷