1/ 8


•বলিউড অভিনেতা শাহিদ কাপুর তাঁর স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন। মীরা রাজপুতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
2/ 8


•আসলে গোয়া থেকে আসা মীরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কিছু ছবি শেয়ার করেছেন, যাতে তিনি বেশ সাহসী স্টাইলে ধরা দিয়েছেন।
4/ 8


•মীরার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় সকলের খুব পছন্দ হয়েছে, কারণ মীরাকে প্রথমবারের এত বোল্ড স্টাইলে দেখা গিয়েছে।
5/ 8


•এখনও পর্যন্ত মীরার ছবিগুলিতে লক্ষাধিক লাইক পড়েছে এবং একই সঙ্গে সকলে মীরার সৌন্দর্যের প্রশংসা করছে।
6/ 8


•মীরার গোয়ার ছবিগুলির পাশাপাশি তার কিছু পুরানো ছবিও ভাইরাল হচ্ছে যা মীরা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।