

•বয়সকে ফুৎকারে উড়িয়ে দিতে সক্ষম অমিতাভ বচ্চন। এই বয়সেও হাঁটুর বয়সি অভিনেতাদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলেন তিনি। অভিনয় তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ সক্রিয়। তাই তো দিন দিন বেড়েই চলছে তাঁর ফলোয়ার সংখ্যা।


•ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, সবেতেই তাঁর অ্যাকাউন্ট রয়েছে এবং তিনি প্রতিদিন প্রতিটা ক্ষেত্রে নিজের বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়ায়। তাই তো সেখানেও তিনি জনপ্রিয়।


•এবং সেভাবে তাঁর ট্যুইটারে ৪কোটি ৫০লক্ষ ফলোয়ারও হয়ে গিয়েছে। ট্যুইটে ফলোয়ারের সংখ্য়ায় দ্বিতীয় ভারতীয় তিনি।


•এই খবরের পর এক ভক্ত অমিতাভের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় যে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করছেন তিনি। পাশে দাঁড়িয়ে ছোট্ট অভিষেক। ছবিটি দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন বিগ বি।


•তিনি বলেন যে, এই ছবিটি অমূল্য। কুলি ছবি শ্যুটিং-এর সময় তিনি গুরুতর আহত হন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর ফিরে আসেন। এবং এই ফিরে আসাকে পুনর্জন্ম হিসেবে ব্যাখ্যা করেন অমিতাভ।


•সেই সময় সুস্থ হয়ে ফিরে এসে তিনি তাঁর বাবার পা ছুয়েছিলেন এবং তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন ছেলে ফিরে আসার আনন্দে কেঁদে ফেলেছিলেন। অর্থাৎ এই ছবিজুড়ে রয়েছে স্মৃতি।