বিগ বস ১৪ এর বাড়িতে জমে উঠেছে খেলা। অ্যালি ও জ্যাসমিনের সম্পর্কের দিকে তাকিয়ে গোটা বাড়ি। কিন্তু ইতিমধ্যেই ওঁদের মাঝে দেখা দিচ্ছে সমস্যা।
2/ 5
এরই মধ্যে বিগ বস দিয়েছে নতুন বাজেট টাস্ক। বাড়ির সদস্যদের দু'ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, অ্যাঞ্জেল ও ডেভিল। অ্যাঞ্জেলদের বিগ বস এর কিছু নিয়ম মেনে চলতে হবে। অন্যদিকে ডেভিলরা সব নিয়ম ভাঙবে।
3/ 5
অ্যাজাজ সুযোগের সদ ব্যবহার করছেন। ডেভিল হয়ে পবিত্রর ওপর বদলা নিতে চলেছে অ্যাজাজ। নিক্কির সামনে জানকেও অপমান করেন অ্যাজাজ। জানকে তাঁর কাপড় তুলতে ও দাড়ি কামাতে বলেন অ্যাজাজ।
4/ 5
প্রথমে জান রাগ করেন না। কিন্তু অপমানের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁদের দু'জনের মধ্যে বিরাট ঝামেলা হতে চলেছে।
5/ 5
অ্যালি ডেভিলদের লিডার ও জ্যাসমিন অ্যাঞ্জেলদের। অ্যালি অমানবিকতা দেখাচ্ছেন, এই অভিযোগ করেন জ্যাসমিন। দেখা যাক আগে কী হয়।
এরই মধ্যে বিগ বস দিয়েছে নতুন বাজেট টাস্ক। বাড়ির সদস্যদের দু'ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, অ্যাঞ্জেল ও ডেভিল। অ্যাঞ্জেলদের বিগ বস এর কিছু নিয়ম মেনে চলতে হবে। অন্যদিকে ডেভিলরা সব নিয়ম ভাঙবে।
অ্যাজাজ সুযোগের সদ ব্যবহার করছেন। ডেভিল হয়ে পবিত্রর ওপর বদলা নিতে চলেছে অ্যাজাজ। নিক্কির সামনে জানকেও অপমান করেন অ্যাজাজ। জানকে তাঁর কাপড় তুলতে ও দাড়ি কামাতে বলেন অ্যাজাজ।