গোটা বিশ্বে করোনা ত্রাশ ! লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাও ভয়াবহ! এই পরিস্থিতিতে মারণ ভাইরাস COVID-19-এর ছড়ানো আটকাতে সমস্তরকমের জমায়েত নিষিদ্ধ হয়েছে। স্থগিত হয়েছে সমস্ত ধরনের অনুষ্ঠান-ইভেন্ট। এবার সেই তালিকায় ঢুকে পড়ল কান চলচ্চিত্র উৎসবও।