Home » Photo » entertainment » লকডাউনে নাভিশ্বাস! ৩০ বছর স্বেচ্ছাবন্দি ছিলেন সুচিত্রা সেন

লকডাউনে নাভিশ্বাস! ৩০ বছর স্বেচ্ছাবন্দি ছিলেন সুচিত্রা সেন

দিন কয়েক ঘরে থেকেই নাভিশ্বাস উঠছে বাঙালির। অথচ তাঁদের চির আদরের সুচিত্রা সেন প্রায় ৩০ বছর বাড়ি থেকেই বের হননি। আরও একবার দেখে নেওয়া যাক বাঙালির গ্রেটা গার্বোর জীবনের কয়েকটি অনুপম মুহূর্তের ছবি।