ফের বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা ও ছবির পরিচালক ফরহান আখতার ৷ অধুনা আখতারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার পর ফারহান এবার বিয়ে করতে চলেছেন বহুদিনের বান্ধবী শিবানি দান্ডেকরকে ৷ Photo: Instagram
2/ 5
প্রায় ১৬ বছর ধরে অধুনার সঙ্গে সংসার করেছিলেন ফারহান ৷ কিন্তু নানা মনোমালিন্য ছিল অধুনা ও ফারহানের মধ্যে ৷ অবশেষে ২০১৬ সালে অধুনার সঙ্গে ডিভোর্স হয় ফারহানের ৷ Photo: Instagram
3/ 5
অধুনার সঙ্গে ডিভোর্স হওয়ার পর পরই কখনও অদিতি রায় হায়দরি, তো কখনও শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জড়িয়ে ছিল ফারহানের ৷ তবে সেই সব গুঞ্জন নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি ৷
4/ 5
শিবানি পেশায় মডেল ৷ ফারহান আখতারের বহুদিনের বন্ধু তিনি ৷ জানা গিয়েছে, অধুনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই নাকি শিবানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ফারহান ৷
5/ 5
শোনা গিয়েছে, ২০১৯-এ বিয়ে করবেন ফরহান আখতার ৷ এমনকী, দুই বাড়ির মধ্যে পাকা কথা হয়েও গিয়েছে ৷