রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে সোজা হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে ৷ রাতারাতি একেবারে লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল৷ দেশ-বিদেশে রাণুর এখন জনপ্রিয়তা তুঙ্গে ৷ লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি ৷ হিমেশের সঙ্গে একটি নয় তিন তিনটি গান রেকর্ড করেছেন রাণু ৷
মিডিয়া রিপোর্টস বলা হচ্ছে রাণু মন্ডলের গান শোনার পর রাণুকে তার সঙ্গে গান রেকর্ডের অফার দিয়েছেন লতা মঙ্গেশকর ৷ এমনকি দাবি করা হয় যে লতা মঙ্গেশকরের সঙ্গে গান ইতিমধ্যেই গান রেকর্ড করে ফেলেছেন রাণু ৷ এর সঙ্গে একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে ৷ ছবিতে লতা মঙ্গেশকরকে রাণুর মাথায় হাত দিয়ে আর্শীবাদ করতে দেখা যাচ্ছে ৷ ছবিটি দেখে সবাই বিশ্বাস করে ফেলেছিলেন যে দু’জনের নতুন গান শীঘ্রই আসতে চলেছে ৷