Esha Gupta বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এষা তাঁর সাহসী ছবির জন্য সব সময় চর্চায় থাকেন। Esha Gupta বলিউডের পরিচিত মুখ। রোমান্টিক নায়িকা থেকে অ্যাকশন ছবি, সবেতেই কাজ করেছেন তিনি। (Image: Instagram) Esha Gupta তাঁর অরেঞ্জ মনোকিনিতে মন কেড়েছেন সকলের। বালিতে মাখামাখি এষা ছড়াচ্ছেন উষ্ণতা। (Image: Instagram) Esha Gupta -র এই নতুন সমুদ্র পোশাক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। (Image: Instagram) Esha Gupta র প্রিন্টেড বিকিনি নজর কাড়া। মোহময়ী হয়ে উঠেছেন নায়িকা। (Image: Instagram) নীল মনোকিনিতে শরীরী ঝড় তুলেছেন এষা। (Image: Instagram) গোলাপি বিকিনি, গোল্ডেন চেন টাচ। নজর কাড়া এষার এই ছবি। (Image: Instagram) কালো পোশাকে সুইমিংপুলের উষ্ণতা বাড়াচ্ছেন এষা। (Image: Instagram) ব্রালেট ও ট্রাউসারে মোহময়ী এষা। (Image: Instagram) কোমরে শুধুই উষ্ণতা। এষার ছবিতে প্রশংসার ঝড় ! (Image: Instagram)