এষা গুপ্তার ফিগার সব সময়ই আকর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট, ফ্যাশন সেন্স এবং আওয়ার গ্লাস ফিগারের যুগলবন্দিতে এষার রূপ ঈর্ষণীয় উজ্জ্বল লাল ব্রালেট এবং ম্যাচিং ক্যাজুয়াল প্যান্টসে তিনি চরম লাস্যময়ী কালো প্যান্টের সঙ্গে সাদা ব্রালেট হাতের ঠেলায় ঈষৎ উপরে উঠিয়ে দিয়ে উষ্ণতার পারদও ঊর্ধ্বমুখী করেছেন তিনি সাদা মিডি পোশাকে তিনি একইসঙ্গে আভিজাত্যপূর্ণ ও কেতাদুরস্ত কালো গাউনে তাঁর আওয়ার গ্লাস ফিগার মোহময়ী নীল ব্রালেট ও ডেনিমে তিনি বোহেমিয়ান পার্পল গাউনের ফাঁকে স্তনের সুদৃঢ় উপস্থিতি৷ সঙ্গে কেতাদুরস্ত জুতো ও মুক্তোর গয়নায় তিনি কেতাদুরস্ত নামেই টিশার্ট! লাল কাপড়ের ফাঁকে যৌবনোদ্দীপ্ত স্তন৷ নিম্নাঙ্গে সাদা স্বল্পবাস৷ এষার রূপ যেন আগুনে৷ এষার পেলব ত্বকে অফশোল্ডার কালো গাউন যেন ফুলের উপর ভ্রমর