ইটে রঙা পোশাকের সঙ্গে এষার নীল নেলপালিশ আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে
6/ 8
এষা গুপ্তা একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গায়ের রঙ চাপা হওয়ায় জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁকে বহু সমালোচনা সহ্য করতে হয়েছে। তাঁর অপরিচিত সহকর্মী অভিনেতারাও তাঁকে উপদেশ দিতেন ফর্সা হওয়ার জন্য।
7/ 8
এষা এও জানান, যেহুতু তিনি তথাকথিত ফর্সা নন, তাই তাঁকে দেগে দেওয়া হত ‘সেক্সি’ বা লাস্যময়ী হিসেবে