

আচ্ছা এমন যদি হত, যদি স্বপ্ন বেচা যেত বা স্বপ্ন কেনা যেত? তাহলে বিষয়টা কেমন হত? বাস্তবে সেটা কতটা সম্ভব জানা না থাকলেও ডিরেক্টরের পক্ষে এটা যে সম্ভব তা বুঝিয়ে দিলেন পরিচালক তথাগত বন্দ্যোপাধ্যায়।


'ক্লিক' এর নতুন ওয়েব সিরিজ 'ড্রিম বুটিক' বলবে স্বপ্ন কেনা বেচার গল্প।কলকাতা শহরেই রয়েছে এমন এক সংস্থা যারা স্বপ্ন শুধু বেচে না স্বপ্নে বিভিন্ন্ ব্র্যান্ডও বেচে ফেলতে পারেন নিমেষে।


অনিমেষ নামের এক ব্যক্তি তাঁর আবিষ্কারে সম্ভব করে ফেলেন সেই অসম্ভবকে। একই সংস্থায় কর্মরত সন্দীপ। এই স্বপ্ন বেচার কোম্পানিতে এক দিন সন্দীপ বুঝতে পারে এই স্বপ্ন বেচার পিঁছনে এক অন্ধকার জগতের কথা।


ক্লিকের নতুন এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, সবুজ বর্ধন, রানা বসুঠাকুর, পূজা চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সুব্রত গুহা রায় প্রমুখ । শহরে হয়ে গেল এই ওয়েব সিরিজের এর টিজার লঞ্চ।


করোনা আমাদের জীবন অনেকটাই বদলে দিয়েছে। দীর্ঘ এই কয়েক মাসে আমাদের জীবন ধারা যেমন বদলেছে তার সঙ্গে সঙ্গে বদলেছে মানসিকতাও। ঘরের কোণে বসেই এখন সারা বিশ্বের সঙ্গে চলতে থাকে আমাদের কর্ম জীবন। ঠিক সেখানে দাঁড়িয়েই বিনোদনের ক্ষেত্রে বা ছবি দেখার ক্ষেত্রে আমরা এখন অনেক বেশি অভ্যস্থ ott প্ল্যাটফর্মে ।


বিগত চার দশক ধরে দর্শকের মনোরঞ্জনে নিবেদিত এঞ্জেল টেলিভশন। এবার তারাই নিয়ে এল অনলাইন প্ল্যাটফর্ম 'ক্লিক'। এখানে যেমন পাওয়া যাবে বাংলা ছবি তার সঙ্গে ওয়েব সিরিজ, ডকুমেন্টারিস,শর্ট ফিল্ম ও বাচ্চাদের অ্যানিমেশনও থাকবে এই প্লাটফর্মে। দর্শকদের মনোরঞ্জনে এক ধাপ এগিয়ে থাকতেই বদ্ধ-পরিকর এই অনলাইন প্ল্যাটফর্ম।